দর্শনা অফিস: দক্ষিণাঞ্চলের ব্যাপক সাড়া জাগানো লোকজ ঘরানার পালা ‘নসিমন সুন্দরী’ ঢাকা সোনারগাঁও লোক ও কারু শিল্প ফাউন্ডেশন মেলায় মঞ্চস্থ হয়েছে শুক্রবার রাতে। জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন দর্শনা বাউল পরিষদের শিল্পীরা এ পালাটি পরিবেশন করেন। সোনারগাঁও ময়ুরপংখি মঞ্চে পালা শুরুর আগে মেলা পরিচালনা ও আয়োজক কমিটির সহকারী পরিচালক এম জামান খান বাউল পরিষদের শিল্পী কলাকুশলীদের পরিচয় করিয়ে দেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পালাটি সম্পন্ন করা হয়েছে। নসিমন সুন্দরী পালার পরিচালক নির্দেশক, মিউজিশিয়ান, বাউল পরিষদের সভাপতি, বিটিভির লোকসংগীত শিল্পী ধীরু বাউল জানান, মাটির গান ও সুরের কদর ছিলো, আছে, থাকবে। যদি তার নিজে¯^তা না হারায়। অজো পাড়া গাঁ গ্রামের নসিমন সুন্দরী পালাটি রাজধানী শহরের ইট পাথরের মানুষেরা দেখে মুগ্ধ হয়েছে। শিল্পীদের উৎসাহ দিলেন এবং পালার নায়িকার চরিত্রে অভিনয় করা শিল্পীকে আর্থিক সহযোগিতা করলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে দর্শনা আকন্দবাড়িয়া গ্রামে বাউল পরিষদ এ নছিমন পালাগান শুরু করা হয়।