দর্শনা অফিস: মাদক ব্যবসায়ী আলমডাঙ্গার ঘণা শ্যামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুটি পত্রিকার সাংবাদিককে হুমকি দেয়া হয়েছে। ঘণা শ্যামের ছবিসহ শ্রী অন্তর বিশ্বাস নামে একটি ফেসবুক পেজে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানানোসহ মাদক ব্যবসায়ী ঘণা শ্যামের গ্রেফতারের দাবি জানিয়েছেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সকল সদস্যরা। ফেসবুকে গত ৮ এপ্রিল দুপুর ১টার দিকে মামুন ও চঞ্চলের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেয়। যাতে করে চরমভাবে ক্ষুণœ হয় মান। বিষয়টি জানাজনি হলে প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিক মহল। এ ঘটনায় অভিযুক্ত ঘনা শ্যামের শাস্তি ও গ্রেফতারের দাবিতে দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে আলোচনা করেন দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ ম-ল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আওয়াল হোসেন, সদস্য ওসমান আলী, চঞ্চল মেহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুর রহমান, মোস্তাফিজুর রহমান কচি, আবিদ হাসান রিফাত, রাজিব মল্লিক, মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, সুকমল চন্দ্র দাস বাঁধন, আব্দুল হান্নান, সাব্বির আলিম, ওয়াসিম রয়েল, জামান তারিক, কার্যনির্বাহী সদস্য ওসমান আলী, ফরহাদ হোসেন প্রমুখ।