দর্শনা পুলিশের হাতে ফেনসিডিলসহ কুষ্টিয়ার সোহেল রানা গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কুষ্টিয়ার সোহেল রানা নামের একজন অভিযুক্ত মাদককারবারিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই জাকির হোসেন এবং এএসআই আনোয়ারুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার-বাসস্ট্যান্ড সড়কে। পুলিশ এ সড়কের দর্শনা রেল বাজারের অংকুর আদর্শ বিদ্যালয়ের গেটের সামনে থেকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর-সরকার পাড়ার আব্দুল বেপারীর ছেলে সোহেল রানাকে (২৭)। সোহেলে রানার কাছ থেকে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment