দর্শনা অফিস: দর্শনা থানার বয়স ৮ মাস। এ ৮ মাসে ৫ বার জেলার শ্রেষ্ঠ ওসি হয়ে পুরস্কার পেয়েছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল। এবারের মনোনীত ৫ পুরস্কৃতদের তালিকায় ৪ জনই দর্শনা থানার অফিসার। খুলনা রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ওসি মাহব্বুর ও আব্দুল খালেকসহ ৫ অফিসার। পালাতক আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার, অপরাধমূলক কর্মকা- দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি মাসেই দেয়া হয়ে থাকে পুরস্কার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মুহিত উদ্দিন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ৫ম বারের পুরস্কার গ্রহণ করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল। বিশেষ কাজের জন্য পুরস্কার পান দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক। এছাড়া দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এএসআই মহিউদ্দিন এবং হারুন অর রশিদও শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার গ্রহণ করেছেন। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান প্রমুখ।