দর্শনায় সুধীজনদের সাথে মতবিনিময়সভা : আবারও মতিয়ারকে মেয়র নির্বাচিত করার আহ্বান

দর্শনা অফিস: আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌর নির্বাচন। এ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমানের নৌকা প্রতীককে বিজয় করার লক্ষে দলীয় নেতৃবৃন্দ কাজ করছে অবিরাম। মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণায় রয়েছেন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময়সভা। দর্শনা পৌরসভার মেয়র প্রার্থী মতিয়ার রহমানের আহ্বানে অনুষ্ঠিত এ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জেলা আ.লীগ নেতা মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি এ্যাড বেলাল হোসেন, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, ওয়ার্কাস পাটি নেতা সৈয়দ মজনুর রহমান, জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, আবু সাঈদ মোঃ হাসান, পুরাতন বাজার কমিটির সভাপতি আশরাফ আলম বাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহসভাপতি সোলায়মান কবির, যুগ্নসম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ শেখ আসলাম আলী তোতা, বিল্লাল হোসেন, আবু ফয়সাল প্রমুখ। ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের প্রানবন্ত উপস্থাপনায় এ সভায় বক্তারা বলেন, সারাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সে ধারা ধরে রাখতে দর্শনা পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী মতিয়ার রহমানের নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। এ শহরের উন্নয়নের স্বার্থেই সকলে ঐক্যবদ্ধ হয়ে আবারো নির্বাচিত করুন মতিয়ার রহমানকে।

 

Comments (0)
Add Comment