দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা থানায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওসি লুৎফুল কবীর এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক ও আপরাধমূলক কর্মকা- রোধে সাংবাদিকদের সহযোগিতা আশা করেন। সভায় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক জাহিদুল ইসলাম, এফএম আলমগীর, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, মনিরুজ্জামান সুমন, সাংবাদিক আব্দুল হান্নান, সুকমল চন্দ্র দাস বাধন, ফরহাদ হোসেন, আবির হাসান রিফাত প্রমুখ।