দর্শনা অফিস: দর্শনা থানা সংলগ্ন সানরাইজ কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। ছুটি না নিয়ে কোচিংয়ে ক্লাস না করার অপরাধে শিক্ষার্থী শোভনকে বেধরকভাবে পিটিয়েছেন শিক্ষক নুর মোহাম্মদ আরমান। দর্শনা পরাণপুর মাঠপাড়ার সামিউর রহমান সুমনের কেরুজ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে তৌশিফ রহমান শোভনকে প্রাইভেট কোচিং করতে দেন দর্শনা থানা সংলগ্ন সানরাইজ কোচিং সেন্টারে। শোভন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন, গত পরশু সোমবার বিকেলে সানরাইজ কোচিং সেন্টারে পড়তে গেলে শিক্ষক নুর মোহাম্মদ আরমান তাকে বেধরকভাবে পিটিয়ে মারাত্মকভাবে জখম ও আহত করেন। শোভন জানান, খালাতো বোনের বিয়ের কারণে ৩ দিন ছুটি না নিয়ে কোচিং ক্লাস না করার অপরাধে আমাকেসহ একই সময় ২২ জন শিক্ষার্থীকে এভাবে মারধর করেন আরমান স্যার। ছুটি শেষে শোভন বাড়ি যাওয়ার পথে সজ্ঞাহীন হয়ে পড়লে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেয়। পরে শোভনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানা গেছে। তবে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি তুলেছে শোভনের পরিবারের সদস্যরা। এ দিকে অভিযুক্ত শিক্ষক নুর মোহাম্মদ আরমান মারধরের কথা স্বীকার করে বলেন, শোভন মারাত্মক দুষ্টু ছেলে। সে কোচিং ক্লাসের শেষের বেঞ্চে বসে মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত, গল্প ও আড্ডা মেরে পরিবেশ নষ্ট করছিলো বিধায় তাকে শ্বাসন করা হয়েছে।