দর্শনা অফিস: চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া তথা ঝিনাইদহ জেলার মধ্যে এ প্রথম দর্শনায় বৃদ্ধাশ্রম নির্মাণ কাজ শুরু হয়েছে। দর্শনা হঠাৎপাড়ার গৌড়মতি এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলামের নিজস্ব জমি ও অর্থায়নে গত শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজুল ইসলামের মা সালেহা খাতুন। এসময় উপস্থিত ছিলেন হাজি খালেকুজ্জামান, মহিউদ্দিন, হযরত আলী, ইয়ারত আলী প্রমুখ।
সিরাজুল ইসলাম জানান, বৃদ্ধাশ্রমের সাথে সকলে পরিচিতি। আমি ব্যক্তিগতভাবে এ শব্দটি ব্যবহারে আগ্রহী নয়। সিনিয়র সিটিজেন সম্মানজনক শব্দ বলে আমি মনে করি। তাই বৃদ্ধাশ্রম নয়, নাম করণ করেছি সিনিয়র সিটিজেন হোম। ৮ কাঠা জমিতে ১৬ শয্যা বিশিষ্ট এ সিটিজেন হোম নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে সরকারি বা বে-সরকারিভাবে কোনো পৃষ্টপোষকতা পেলে হয়তো এ পরিসর বৃদ্ধি করা সম্ভব হবে। সেক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।