দর্শনায় ফেনসিডিলসহ নাস্তিপুরের স্বপন গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নাস্তিপুরের জিল্লুর রহমান স্বপনকে। গতকাল রোববার রাত ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই হারুন অর রশিদ, এএসআই তুহিন হোসেন ও হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামে। পুলিশ ওই এলাকার কামারপাড়া হাইস্কুলের পূর্ব পাশে হালিমের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ের নাস্তিপুর স্কুলপাড়ার হামিদুল হক দুদুর ছেলে জিল্লুর রহমান স্বপনকে (৩৬)। এসময় গ্রেফতারকৃত স্বপনের কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় এসআই হারুন অর রশিদ বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment