ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টায় দামুডহুদার দর্শনা থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্য নিয়ে অভিযান চালান পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। এসময় ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আহসান (৪০) ও আদম আলীর ছেলে শাহজাহানকে (১৯) আটক করা হয়। একই সাথে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।