দর্শনা অফিস: ৩১ বছর পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করলো সকলের প্রিয় দৈনিক মাথাভাঙ্গা। এবার পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের নিয়েই মাথাভাঙ্গার জন্মদিন পালন করা হলো দর্শনা ব্যুরো অফিসে। সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা ব্যুরো অফিস কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা বিক্রয় প্রতিনিধি আমির হোসেন, ইলিয়াস হোসেন ইলা, আবু সিদ্দিক, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ-হিরোন ও নাসির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা ব্যুরো অফিসের সহকারী ব্যুরো প্রধান হানিফ ম-ল ও ব্যুরো সহকারী ইয়াছিন জুয়েল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু।
এদিকে দৈনিক মাথাভাঙ্গা জন্মদিনে পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনসহ পরিবারের সকলকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা নেতা সৈয়দ মজনুর রহমান, দর্শনা প্রবীণ কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফার”ক আরিফ, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, দর্শনা যুবদলের সাবেক সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য এনামুল হক শাহ মুকুল, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনির”জ্জামান ধীরু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহসম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা প্রমুখ।