দর্শনা অফিস: দর্শনায় করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা সঙ্গনিরোধ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন, অ্যাড. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ওয়ার্কার্সপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, প্রভাষক হায়াতুননেছা। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক আনোয়ারুল ইসলাম বাবু। দর্শনার জন্য আমরা’র আয়োজনে আরো আলোচনা করেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ। উপস্থাপনা করেন শাওন মাস্টার।