দর্শনা অফিস: দর্শনায় কথিত ও নামধারী সাংবাদিক সাইবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়েছে তার সঙ্গী উজ্জ্বল। সাইবুরের ব্যবহৃত মোটরসাইকেলসহ ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নির্দেশে এসআই আহম্মদ আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মোড়ে। বাজার মোড়ে পুলিশ প্রেস লেখা স্টিকার সংবলিত একটি মোটরসাইকেলের গতিরোধ করে। পুলিশের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে বাকবিত-া শুরু করেন সাইবুর। এ সময় সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান তারই সহযোগী উজ্জ্বল। পুলিশ এক প্রকার চ্যালেঞ্জ করেই সাইবুরের মোটরসাইকেলে ঝুলোনো ব্যাগ তল্লাশি করলে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান এসআই আহম্মদ আলী। এ ঘটনায় গ্রেফতার করা হয় দর্শনা দক্ষিণচাঁদপুর স্টেশনপাড়ার ফরজ আলী মল্লিক ওরফে বুড়োর ছেলে নামধারী সাংবাদিক সাইবুর রহমানকে (৩৫)। পুলিশ সাইবুরের লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটিও উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এসআই আহম্মদ আলী বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত সাইবুর রহমান ও তার সঙ্গী একই মহল্লার আজিম উদ্দিনের ছেলে উজ্জ্বলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু বলেছেন, দর্শনায় গুটি কয়েক নামধারী সাংবাদিক মোটরসাইকেলে প্রেস লেখা সংবলিত স্টিকার লাগিয়ে মাদকপাচারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- চালাচ্ছে। তাদের ব্যাপারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে।