দর্শনা অফিস: দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পানি বদ্ধতা, ভেঙে যাওয়া রাস্তা-ঘাটসহ নানা সমস্যা ঘুরে দেখলেন নবনিযুক্ত পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান। গতকাল সোমবার সরকারি ছুটির দিনেও দর্শনা পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে ওয়ার্ডের পাড়া-মহল্লা পরিদর্শনকালে তিনি সকলের কাছে অন্যান্য সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় সাথে ছিলেন দর্শনা পৌর ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী সাজেদুল আলম, কার্যসহকারী হারুন অর রশিদ ও তছের আলী। উল্লেখ্য, গত ১৯ আগস্ট দর্শনাসহ সারাদেশের পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন অন্তর্বর্তীকালীন সরকার। পরদিনই দর্শনা পৌর প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণ করেন তাসফিকুর রহমান। তিনি পৌর শহরের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।