দর্শনার আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ দুজন গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশ আকন্দবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পিন্টু ও হাজেরা নামের দু’জন মাদককারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানের নির্দেশে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সোহানুল হক গতকাল সোমবার দুপুর ২ টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে। এসময় পুলিশ তমালতলা পাকা সড়কের ওপর থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা অবস্থায় গ্রেফতার করে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে পিন্টু (২১) ও আকন্দবাড়িয়া গ্রামের তমালতলাপাড়ার লুৎফর রহমানের স্ত্রী হাজেরা বেগমকে (৩৫)। পুলিশ তাদের দেহ তল্লাশী করে উদ্ধার করে ৮ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃত পিন্টু ও হাজেরার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গতকালই মালামালসহ আদালতে সোপর্দ করে পুলিশ।

Comments (0)
Add Comment