দর্শনা অফিস: দর্শনার আকন্দবাড়িয়ার থেকে ফেনসিডিলসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে দর্শনা থানার এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া ফার্মপাড়ায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ফেনসিডিল বিকিকিনির সময় গ্রেফতার করা হয় আকন্দবাড়িয়া ফার্মপাড়ার রবিউল ইসলাম মোল্লার ছেলে সিজার হোসেন ওরফে জিলার (২০), রনির স্ত্রী লালবানু (৩৫) ও জনির স্ত্রী আকলিমাকে (৩৩)। এ সময় কৌশলে পালিয়ে আবারও রক্ষা পেয়েছে জনি। গ্রেফতারকৃত জিলার, আকলিমা ও লালবানুর কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে গত সোমবার সন্ধ্যায় পুলিশের একই দল জনিকে গ্রেফতার করে হাতে লাগাই হ্যান্ডকাপ। এ সময় পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যায় জনি। পরে জনৈক শাওনের সহযোগিতায় পুলিশ হ্যান্ডকাপ উদ্ধার করলেও গ্রেফতার করতে পারেনি জনিকে। এ ঘটনায় থানার এসআই আহম্মদ আলী বাদী হয়ে জনিকে পালাতক আসামি করে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।