কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দরজা খুলতেই গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছে মোছা. লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূর। বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ লাকি আক্তার এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে ততন মণ্ডলের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে বাড়ির পেছনের দরজা খোলার সময় বিষাক্ত গোখরা সাপ তার পায়ে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় ওঝাঁর মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সাপুড়ে ডেকে এনে ঘরের মেঝে খুঁড়ে বিশাল একটি গোখরা সাপ ধরা হয়।