স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের কলেজ রোডের বিশ্বাস টাওয়ারে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল বিশ্বাস বলেন, আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আওয়ামী লীগের জন্য আমরা নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গিয়েছেন। আর এই উন্নতি দেখে চক্ষু জ্বালা করছে স্বাধীনতাবিরোধী জামায়াত বিএনপির। যার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একের পর এক চক্রান্ত করে চলেছে স্বাধীনতাবিরোধী একাত্তরের পরাজিত শক্তিরা। সম্প্রতি দেশে যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হতে গিয়েছিলো সেটার পেছনেও রয়েছে ওই জামাত বিএনপি। কিন্তু শেখ হাসিনার বিচক্ষণতার কাছে তারা বারবার পরাজিত হচ্ছে আর ভবিষ্যতেও হবে। তৃণমূল পর্যায়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় ও অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আগামী ৪ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যে বর্ধিত সভা হবে তা সুষ্ঠু ও সুন্দরভাবে করতে আমাদের যা যা করণীয় তা করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।