ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি বিপ্লব হোসেন (২২) কে আটক করেছে র্যাব। আটক বিপ্লব রাজবাড়ি জেলার বানিয়াকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রোববার ঝিনাইদহ র্যাব-৬ এর এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লব বানিয়াকান্দি এলাকায় বসবাসের সুযোগে স্থানীয় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সূত্রে নাবালিকার সঙ্গে দৈহিক মেলামেশা মোবাইলে ভিডিও ধারণ করে একাধিকবার ধর্ষণ করে। গত ৫ জুলাই বিপ্লব উক্ত নাবালিকাকে অপহরণ করে মাগুরা শহরে নিয়ে আসে। মাগুরা বাসস্ট্যান্ডে আসার পর স্থানীয় জনতার সন্দেহ হলে বিপ্লব বিষয়টি আঁচ করতে পেরে ওই কিশোরীকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের নানি রাজবাড়ি জেলার বানিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রেকর্ডের পর ঝিনাইদহ র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিপ্লবের গতিবিধি পর্য়ালোচনা করে শনিবার তাকে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে আটক করে। বিপ্লব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছে।