ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে ভেটেরিনারি শিক্ষার্থীদের বিক্ষোভ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে আবারো সড়ক অবরোধ করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কলেজের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। শিক্ষার্থীরা জানায়, তারা বারবার ডিভিএম ডিগ্রির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। তারা আরও জানায়, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করছে। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই শিক্ষার্থীরা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছে।

Comments (0)
Add Comment