বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের হলিধানীতে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এই অপমৃত্যুর ঘটনা ঘটেছে। আলামিন হলিধানী বাজারের ব্যবসায়ী লালু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে আলামিন গরুর জন্য বাড়ির সামনে জমি থেকে ঘাষ কাটতে যান। অসাবধবশত সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার এ অকালমৃত্যুতে পরিবার ও নিকটজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।