ঝিনাইদহের মহেশপুরে ধান কাটা মেশিনে জড়িয়ে কৃষকের মৃত্যু

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে ধান কাটা মেশিনে জড়িয়ে আলতাফ হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলা দত্তনগর কেশবপুর মাঠে মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিলো। এ সময় মেশিনে লুঙ্গি জড়িয়ে গেলে তা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে মেশিনের পাখায় তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় শরীরেও গুরুতর আঘাত পান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোরে নেয়ার পথে তিনি মারা যান। মহেশপুর থানার ওসি  সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment