ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিকদের পিপিই প্রদান

 

কালীগঞ্জ প্রতিনিধি: পেশাদার দায়িত্ব পালনের জন্য এই করোনা সংকটের সময় চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে জনসাধারণের কাছে সংবাদ পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিকরা। এই পরিস্থিতে সমাজসেবক  জাহিদ হাসান পক্ষ থেকে প্রেসক্লাব কালীগঞ্জের সাংবাদিকদেরকে জরুরী নিরাপত্তা উপকরণ পিপিই, গ্লাভস, মাকস প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাবের কার্যালয়ে থেকে সকল সদস্য ও উপদেষ্টাদের পিপিই দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, নাসির চৌধুরী, নাজমুল হোসেন, তানজির রহমান, মতিয়ার রহমান, হুসাইন কবির সুজন প্রমুখ, উপদেষ্টাম-লীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টিভি জেলা প্রতিনিধি সোহেল আহমেদ, আরটিভি জেলা প্রতিনিধি শিপলু জামান প্রমুখ।

Comments (0)
Add Comment