স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ জামিন নিয়ে মুক্ত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। তার সাথে আরো ৬ নেতাও মুক্তিলাভ করেন। তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবুবকর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক মো. ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্য আরমান খান এবং আইলহাস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ। গত ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলের কর্মসূচি শুরুর আগেই ৮জন গ্রেফতার হয়েছিলেন। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান আগাম জামিনে থাকায় পরের দিন মুক্তি পান। জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের কারাগার থেকে বের হওয়ার সংবাদ শোনার সাথে সাথে নেতাকর্মীরা জেলগেটে জমায়েত হন। কয়েকশ মোটরসাইকেল, মাইক্রো, প্রাইভেটকারে করে নেতাকর্মীরা শোডাউন দিয়ে নেতাকে মুক্তিপাড়াস্থ বাসায় পৌঁছে দেন। শরীফুজ্জামান শরীফ হুডখোলা মাইক্রোতে দাঁড়িয়ে সবাইকে অভিবাদন জানান। এসময় কারামুক্ত ৭জন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোকাররম হোসেন, সদস্য সচিব মো. তবারক হোসেন চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ওলামা দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেনসহ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপির উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ, জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কারামুক্ত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সদ্য কারামুক্ত জেলা বিএনপির সদস্য সচিব বলেন, জেল জুলুম হুলিয়া দিয়ে গণতান্ত্রিক আন্দোলন রোধ করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চলতেই থাকবে। বিএনপির ১০ দফা দাবির ভিত্তিতে চলমান আন্দোলন আরো বেগবান হবে।