জীবননগর সন্তোষপুরে তেল ফসল সূর্যমুখীর ওপর কৃষক মাঠদিবস

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সন্তোষপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেল ফসল সূর্যমুখীর হাইসান-৩৩ জাতের ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। প্রধান অতিথি ডিডি বিভাস চন্দ্র সাহা বলেন, বিভিন্ন ভোজ্যতেল ফসল যেমন সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সয়াবিন ও সূর্যমুখীর মধ্যে তেলের গুণগতমান ও পুষ্টি সমৃদ্ধির দিক দিয়ে সূর্যমুখীর অবস্থান প্রথম। আগামীতে অন্যান্য তেলের পাশাপাশি জমির উপযোগিতা অনুযায়ী চাহিদাভিত্তিক কমবেশী এ ফসলের সম্প্রসারণ লক্ষ্যে তিনি গুরুত্বারোপ করেন। আগামীতে সরিষা, সূর্যমুখী, তীলসহ অন্যান্য তেলজাতীয় ফসল আবাদ বৃদ্ধির জন্য উপস্থিত কৃষকদের প্রতি তিনি আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে সার ও সেচের প্রমিত ব্যবহার, চলতি তাপদাহে বোরো ফসলে করণীয়, সরিষার বীজ সংরক্ষণ ও আগামী মরসুমে সরিষার আবাদ বৃদ্ধিতে করণীয় এবং আউশের আধুনিক জাত পরিচিতি বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত কৃষকবৃন্দ ভূট্টার ফলন ও দামে সন্তোষ প্রকাশ করেন এবং বোরো ফসলের বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আগামী মরসুমে সরিষা ও সূর্যমুখীসহ অন্যান্য তেল ফসল আবাদ করে নিজেদের উৎপাদিত তেল দিয়ে নিজেদের চাহিদা পূরণ করবেন মর্মে  অঙ্গীকার ব্যক্ত করেন।

উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমেদ প্রদীপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল। অনুষ্ঠানে শতাধিক কৃষক ও কৃষাণী, প্রদর্শনী কৃষক, ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Comments (0)
Add Comment