জীবননগর শাহাপুর ক্যাম্প পুলিশের অভিযান : নারীসহ দু’পাচারকারী আটক : ফেনসিডিল উদ্ধার

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিলসহ দু’মাদক পাচারকারীকে আটক করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে আন্দুলবাড়িয়া-সাফদারপুর সড়কে তাঁতীর পুকুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে পাখিভ্যান ও ভ্যানযাত্রীর দেহ তল্লাশি চালিয়ে এ ফেনসিডিলের চালান উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ তালিকা প্রস্তুত করে আটক দু’মাদক পাচারকারীকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত মাদক পাচারকারী চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের তামালতলার মৃত জানবর ম-লের মেয়ে শিউলী খাতুন (৪৫) ও পাখিভ্যান চালক একই গ্রামের মৃত রজব আলীর ছেলে ফজলু আহম্মদ (৫২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেন ও টুআইসি এএসআই হাবিবুর রহমান হাবিব সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে আন্দুলবাড়িয়া-শাহাপুর সড়কের তাঁতীর পুকুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় পাখিভ্যানযাত্রী শিউলী খাতুনের দেহ তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ও পাখিভ্যানে তল্লাশি চালিয়ে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটককৃত দু’মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় মামলা রুজু করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment