হাসাদাহ প্রতিনিধি: জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান এম.আর বাবুর মাতা মরহুমা রিজিয়া খাতুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ আছর হাসাদাহ প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি. এম মতিয়ার রহমানের উপস্থাপনায় শরিক হয়েছিলেন মরহুমার সন্তান মোহাম্মদ আলী সান্টু, মুন্সি আব্দুল হালিম লাল্টু, এম. আর বাবু, জাহিদুর রহমান মুকুল, আব্দুল মান্নান, ছাদেক আলী, অনিক, মামুন, খালেকুজ্জামান এবং তার নিকটাত্মীয়-স্বজনসহ আরও উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান, হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি কবির হোসেন, নির্বাহী সদস্য কবির আহম্মদ, কোষাধক্ষ্য বদরুজ্জামান শ্যামল, নির্বাহী সদস্য বিপলুর রহমান ও ব্যবসায়ী হাজি কুতুব উদ্দিন, মখলেছুর রহমান, কলিমুদ্দিনসহ এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিগণ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাসাদাহ হাফেজিয়া মাদরাসার হাফেজ মাও. জাহিদুল ইসলাম ও ক্বারী আবুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আল আমিন।