জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধান্যখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ সন্তানের জননী নাজমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অন্যের উপকার করতে গিয়ে গতকাল শনিবার দুপুরে তিনি নিজবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন। গতকাল বিকেলে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের বজলুর রহমান বজুর স্ত্রী ২ সন্তানের জননী নাজমা খাতুন বাড়িতে কাজ করছিলেন। তার বাড়িতে আসা বৈদ্যুতিক সাইড লাইনের তার একটি নিচু হয়ে ছিলো। প্রতিবেশী একজন মাথায় করে বাড়িতে ধানের বোঝা নিয়ে প্রবেশ করতে চাইলে ওই তার তাকে বাধাগ্রস্ত করছিলো। গৃহবধূ নাজমা ওই তার সরিয়ে উঁচু একটি গাছে বাধাকালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু ঘটে বলে জানা যায়।