আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের উদ্দ্যেগে কবিতা আবৃর্ত্তি, কৌতুক, নীল আকাশের নীচে বইয়ের মোড়ক উম্মেচন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩ টায় সাহিত্য পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভানেত্রী আশরাফুন নাহার শোভার সভাপতিত্বে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সাংবাদিক নারায়ণ ভৌমিক। স্বরচিত কবিতা আবৃর্ত্তি করেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ফকির, কবি নজরুল ইসলাম দর্জি, জাহিদুল ইসলাম মামুন, নাঈমুর রহমান খান, মোল্লা তাসলিম উদ্দিন, রিয়াজ উদ্দিন বাদশা, কামাল হোসেন, আক্তার হোসেন ইকবাল, চামেলী খাতুন, মুশাফিকুর রহমান, ফিরোজ হোসেন প্রমুখ। আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১ জুলাই শুক্রবার বেলা ৩ টায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কনফারেন্স হল রুমে সাহিত্য পরিষদের সভানেত্রী কবি আশরাফুন নাহার শোভার রচিত নীল আকাশের নীচে প্রকাশিত বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মেচন অনুষ্ঠিত হবে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।