জীবননগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস এবং ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্ততিমূলক সভা করেছে জীবননগর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তূজা, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

Comments (0)
Add Comment