জীবননগর ব্যুরো: জীবননগর হাইস্কুলপাড়া জামে মসজিদের নৈশকালীন কোরআন শিক্ষার আসরের বারো বয়স্ক ছাত্র আমপারা থেকে কোরআন শরিফ ধরেছেন। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার রাতে ওই ছাত্রদের হাতে আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র কোরআন শরিফ তুলে দেয়া হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি এমআর বাবু, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, আলিম ফাউন্ডেশনের হাজি কামরুল ইসলাম, শাহ আলম শরিফুল ইসলাম, ডা. রোকনুজ্জামান রুবেল, শাকিল, মুন্সী খোকন, মসজিদ কমিটির সভাপতি কামাল উদ্দিন ও মসজিদের পেশইমাম নওশের আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জীবননগর উপজেলায় ৫টি মসজিদে আলিফ ফাউ-েশনের উদ্যোগে পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে জীবননগর বাসস্ট্যান্ড মসজিদ, জীবননগর হাইস্কুলপাড়া মসজিদ, শাখারিয়া পিছমোপ মসজিদ ও গঙ্গাদাসপুরের দুটি মসজিদের প্রাথমিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে হাইস্কুলপাড়া জামে মসজিদ কেন্দ্রের ১২ ছাত্র গতকাল কোরআন শরিফ ধরেছেন। উপস্থিত অতিথিবৃন্দ ১২জনসহ আলিফ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কোরআন শিক্ষাকেন্দ্রের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে।