জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে মাস্ক ব্যবহার না করার অপরাধে পথচারীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ ভ্রাম্যামাণ আদালতে জরিমানা করা অব্যাহত রাখা হবে। জীবননগর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বলে সূত্রে জানা যায়।