জীবননগরে মাজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে বৃক্ষরোপণ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাজলিসুল মুফাসসিরিনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাও. আবুজার দিশারী। সংগঠনের জীবননগর উপজেলা সভাপতি মাও. আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার সাধারণ উলামা মাশায়েখ কমিটির সেক্রেটারি মাও. হাফিজুর রহমান, মাজলিসুল মুফাসসিরিনের জীবননগর উপজেলা সেক্রেটারি মাও. ওলিউর রহমান প্রমুখসহ মাজলিসুল মুফাসসিরিনের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment