জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই করাত কল মালিককে অর্থদন্ড

 

জীবননগর ব্যুরো: লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করার অপরাধে জীবননগর উপজেলার দুই করাত কল মালিককে অর্থদন্ড দেয়া হয়েছে। বনবিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ গতকাল মঙ্গলবার শহরের কালীগঞ্জ সড়কে এবং উপজেলার হাসাদাহ পনরসতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জীবননগর বনবিভাগ সূত্রে জানা যায়, বনবিভাগের সহযোগিতায় অবৈধ করাতকলের বিরুদ্ধে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণির নির্বাহী অফিসার ইউএনও হাসিনা মমতাজ অভিযান পরিচালনাকালে কালীগঞ্জ সড়কে অবস্থিত শাওন ‘স’ মিলে যান। মিল কর্তৃপক্ষ এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসিনা মমতাজ ‘স’ মিল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও হাসাদাহ পনরসতিপাড়ার আল-মেরাজ ‘স’ মিল মালিককে একই অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ডে দ-িত করেন। সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল ও থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। জীবননগর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment