জীবননগরে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট পরিচয়ে মুড়ি কারখানা ও বেকারীতে প্রতারকের ফোন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শহরের দুটি মুড়ি কারখানা ও দুটি বেকারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারক ০১৭৩১ ৫৯৯৪৬৬ নম্বর দিয়ে ফোন করেছে। এসময় ওই সকল ব্যবসায়ীদের অর্থদ- ও সাজা প্রদান করা হয়েছে মর্মে জানিয়ে তাদেরকে দেখা করতে বলা হয়। কিন্তু ওই প্রতারককে পরে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল সোমবার দুপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটের ফোন করার এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল দুপুরে নিজেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একজন ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জীবননগর শহরের ভাই ভাই মুড়ি কারখানার মালিক সুরুজ মিয়া, জনতা মুড়ি কারখানার রুহুল আমিন, মুজাহিদ ফুডের মোজাফফর হোসেন ও আরিফ ফুডের স্বত্বাধিকারী আব্দুল হান্নানের নিকট ফোন করে প্রতারক। প্রতারক রুহুল আমিনকে জানান, তার উৎপাদিত বাজারজাতকৃত মুড়ির প্যাকেটে মেয়াদোর্ত্তীনের তারিখ পাওয়া গেছে। এ কারণে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। একই কথা বলেন অন্য ৩ ব্যবসায়ীকে। প্রতারক তাদেরকে বলেন, জীবননগর ইউএনও’র অফিসের ৩য় তলায় তার অফিস খোলা হয়েছে। এক্ষুনি এখানে এসে যোগাযোগ করেন। ব্যবসায়ীরা সেখানে এসে দেখেন কোনো অফিস নেই। এসময় ব্যবসায়ীরা ইউএনও অফিসের স্টাফদের মাধ্যমে ওই নাম্বারে কথা বলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

 

Comments (0)
Add Comment