জীবননগর ব্যুরো: করোনা ভাইরাসের কারণে কাজ নেই নির্মাণ শ্রমিকদের। কাজ না থাকাই নির্মাণ শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন অতিবাহিত করছে। এ অবস্থায় খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার নির্মাণ শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রিমিয়ার সিমেন্টের জীবননগর উপজেলা রিটেইলার মুন্সী ট্রেডার্সে নির্মাণ শ্রমিকদের এ খাদ্য সহায়তা প্রদানকালে প্রিমিয়ার সিমেন্টের চুয়াডাঙ্গা জেলা পরিবেশক মেসার্স শিমুল কুমার সাহার স্বত্বাধিকারী শিমুল কুমার সাহা, মুন্সী ট্রেডার্সের স্বত্বাধিকারী সাংবাদিক এম আর বাবু, প্রিমিয়ার সিমেন্টের টেরিটরি অফিসার ওয়ালিদ খান, প্রোমোশন অফিসার কামরুজ্জামান সবুজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।