জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লাল্টুর (ঢেঁকি) কর্মী লাল্টু খাঁকে (৪৩) মারধরের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার রাতে মামলাটি করার পর তিন নম্বর আসামি মো. রাজুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মামলার আসামিরা হলেন শাকিল (২২), আকাশ (২২), রাজু হোসেন (৩২), সাগর (২৫) ও জুয়েল (৪২)।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আলী আজগার টগরের সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই মো. জুয়েলের নেতৃত্বে লাল্টুর ওপর হামলা করা হয়। লাল্টু একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। জুয়েলও একই গ্রামের বাসিন্দা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লাল্টু বলেন, ‘আমি বসেছিলাম। এ সময় আমাদের মিঠু মেম্বার ফোন দেয়। ভালোভাবেই বলে জুয়েল ডাকছে, তুই আয়। আমি তখন বলি, চাচা যাবো না। আমি একজনের ভোট করছি। জুয়েলের কাছে কী করতে যাব বলেন তো? আর জুয়েল হুন্ডা-মুন্ডা নিয়ে রিপনের দোকানে আছে। এবার জুয়েল আমার কাছে ফোন দিয়েছে। গালি দিয়ে বলছে, ভোটটা বেরিয়ে যাক। তোর ব্যবস্থা করছি। তোর হাড়গোড় এক করে ফেলবো। তুই জুয়েলের নাম শুনিসনি, জুয়েলকে তুই চিনিসনে? আমি তখন বলি, আমি আপনার কী করলাম। আমি রাজা চাচার ভোট করছি। আমি লাল্টু চাচার জন্য ভোট করছি। আমার জীবন চলে যাক, তাও আপনার ভোট করতে পারবো না। লাল্টু আরও বলেন, ‘এই কথা বলে যেই বেরিয়ে এসেছি, তখন কয়েকজন আমাকে ধাক্কা মারতে মারতে বলে, ‘বের হও। এ সময় জুয়েল আমাকে মারতে মারতে তাড়া করেছে। ওরা প্রত্যেকবার ভোটের সময় এমনই করে। ওর ভাইয়ের ভোটের সময়ও এমন করে। এখনো এমন করছে। ওদের কোনো জনপ্রিয়তা নেই। এ সময় স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ তার হাত ধরে বলেন, ‘লাল্টু, আপনার কাছে অনুরোধ, আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। আপনার জয় হবেই। ওদের কেউ চাচ্ছে না। ওরা আত্মীয়করণ ছাড়া কোনো দল করে না। রাত সাড়ে ১১টার দিকে এ বিষয়ে জানতে ফোন করা হলে মীর্জা শাহরিয়ার মাহমুদ লাল্টু বলেন, ‘এখন আমি থানায় রয়েছি। মারধরের ঘটনায় থানায় অভিযোগ করবো। মামলার আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুয়েল ও তার অনুসারীদের আসামি করা হবে। কর্মীদের উদ্দেশে স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লাল্টু বলেন, ‘ওসি সাহেবের কথায় তো আপনার খুশি হয়েছেন। এখন আইনের লড়াই করতে হবে। আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, আমি তো আপনাকে থাপ্পড় দিতে পারবো না। এর জন্য আইন আছে। আইনের লোক আছে। তারা এর বিচার করবে।
গতরাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান। তিনি বলেন, ‘রাতেই হামলার ঘটনায় থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে ওই মামলার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।