জীবননগরে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির ত্রাণ বিতরণ

জীবননগর ব্যুরো: ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে জীবননগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে জীবন যাপন করা অসহায় পরিবারগুলোর মধ্যে গতকাল শুক্রবার এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সকালে জীবননগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অয়োজিত ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। ছাত্রলীগের বিএম আল মামুন রনিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। গতকাল ১শ’ জন দুস্থদের মাঝে চাল, ডাল, লবণ ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির একটি করে প্যাকেট তুলে দেয়া হয় বলে জানা গেছে।

Comments (0)
Add Comment