জীবননগরে জাতীয় পার্টির প্রতিবাদসভা ও দোয়া অনুষ্ঠান 

 

জীবননগর ব্যুরো: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের গাড়ীতে ধাক্কা দিয়ে আহত করার প্রতিবাদে ও তার সুস্থ্যতা কামনা করে জীবননগর উপজেলা জাতীয় পার্টি দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের হোটেল থ্রি-স্টারের সভাকক্ষে  এক প্রতিবাদসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অনারারী) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন বিশ্বাস খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল ইসলাম ও দর্শনা থানা শাখার সভাপতি নুরুজ্জামান। এ ছাড়াও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মমিনুল ইসলাম হানেহার, সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, জীবননগর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য শহিদুল ইসলাম, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওমেদুল ইসলাম, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রহিম শিকদার ও ইমরান হোসেন। অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তার গাড়ীতে পূর্বপরিকল্পিত ভাবে পিঁছন দিক থেকে ধাক্কা দিয়ে আহত করা হয়েছে। আল্লাহ জিএম কাদেরকে দেশবাসীর সেবায় বাঁচিয়ে রেখেছেন। প্রতিবাদ সভা শেষে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাও. জাহিদুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment