জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার আহত সাইফুল ইসলাম বাদী হয়ে জীবননগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৪জনসহ আরো ৮-১০জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে গতকাল রুস্তম আলী (৫২) নামে এজাহার নামীয় একজনকে আটক করেছে। গ্রামে পুলিশী টহল জোরদার করায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশী অভিযানে অন্যান্য এজাহার নামীয় আসামীরা আত্মগোপনে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে বাদী সাইফুল ইসলাম রোববার রাতে বাজারে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন। এ সময় পাঁকা গ্রামের মৃত ওয়াসুর ম-লের ছেলে রুস্তম আলী (৫২) ও মৃত তোফাজ্জেল ম-লের ছেলে মিলন হোসেন (৪২) নেতৃত্বে এজাহার নামীয় ১৪জনসহ অজ্ঞাত ৮-১০ ব্যক্তি সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আর্তকিত হামলা চালিয়ে বাদীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্তভাবে আহত করা হয় ও দোকানঘর ভাংচুর করে ক্ষতিসাধন করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান বলেন, বেআইনী জনতাবদ্ধ ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম, হুমকি প্রদর্শন ও দোকান ঘর ভাঙচুর করার অপরাধে এ নালিশী অভিযোগটি আমলে নিয়ে ঘটনার প্রাথমিক পুলিশী তদন্তে সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই মনির তরফদার মাথাভাঙ্গা এ প্রতিবেদকে বলেন, মামলার এজাহার নামীয় আসামি রুস্তম আলীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রসঙ্গত: গত রোববার রাতে আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা বাজারে এ হামলার ঘটনা ঘটে।