আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বাজার কমিটির সভাপতি মুন্সি আমিনুল বাসার কবু, সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলং, আন্দুলবাড়িয়া প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিক, ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান, শেখ মাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা, খাঁজা পারেশ সাহেবের রওজা ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, ইউনিয়ন আ.লীগের দফতর সম্পাদক শেখ আতিয়ার রহমান, যুবলীগ নেতা শেখ ফিরোজ আহম্মদ, খান তারিক মাহমুদ, হাফিজুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ বিশ্বাস, আসাদুর রহমান, আব্দুল ওয়াহেদসহ বাজারের সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আব্দুল লতিফ বিশ্বাস, ভাটা ব্যবসায়ী বিজয় হালদার, আব্দুল ওয়াহেদ, আসাদুর রহমান, মইনুর ইসলাম লুলুসহ অনেকে জমি ক্রয়ের জন্য দাতা সদস্য হিসেবে অনুষ্ঠানে চেক ও নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু।