স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বড় দুধপাতিলা গ্রামের মাদক কারবারি জাহানারা ওরফে জাহানকে গাঁজাসহ আটকের পর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্ত জাহানারা ওরফে জাহান (৫০) দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে অভিযান চালান। এ সময় একই এলাকার মাদক কারবারি জাহানারা ওরফে জাহানকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৮ মাসের কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গতকালই কারাদণ্ডপ্রাপ্ত জাহানারা ওরফে জাহানকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।