কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দলিল জালিয়াত চক্রের সন্ধিগ্ধ দুই ব্যক্তিকে আটকসহ ৮টি জাল দলিল জব্দ করেছ কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বুধবার বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা রেজিস্টার কার্যালয় চত্বর থেকে আটক দুজন হলেন সদর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে সদর সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের দলিল লেখক দেলোয়ার হোসেন (৬৭) এবং সহকারী শিপন (২২)।
ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত শেষে কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক লিপন জানান, ঘটনাস্থল দলিল লেখক দেলোয়ার হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে কুষ্টিয়া শহরসহ বিভিন্ন মৌজার জমি কেনা-বেচায় দাতা-গ্রহীতার মধ্যে হস্তান্তর সম্পাদিত ৮টি জাল দলিল উদ্ধার ও জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলি জাল দলিল হিসেবে চিহ্নিত হওয়ায় এর সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাল দলিলের সাথে জড়িত চক্রের দুইজনকে আটক করা হয়েছে। তবে এই চক্রের মূলহোতা বা আরও কেউ জড়িত আছে কি না তার আটকদ্বয়কে জিজ্ঞাবাদ করলে পাওয়া যাবে। আটককৃতের বিরুদ্ধে দলিল জালিয়াতির দায়ে অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।