জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক করিমা খানম আর নেই

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষানুরাগী মোছা. করিমা খানম (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ………… রাজেউন)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ রোববার বাদ যোহর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হবে।

করিমা খানম আলমডাঙ্গা শহরের বাসিন্দা বিশিষ্ট রাজনীতিক মরহুম খোন্দকার শামসুল হুদার স্ত্রী এবং চুয়াডাঙ্গার অতি পরিচিত মুখ নাটক ও বিজ্ঞাপন নির্মাতা তৌহিদ মিটুল ও ক্রিকেটার জিহাদী জুলফিকার টুটুলের মা। বেশ কয়েকবছর ধরে তিনি সন্তানদের সঙ্গে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক কর্মকা-ে বিশেষ অবদান রাখায় ২০২০ সালে তিনি আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননায় ভূষিত হন।

Comments (0)
Add Comment