মুজিবনগর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুজিবনগরে তিনটি বিলবোর্ড স্থাপন এবং লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জেলা স্বাস্থ্য বিভাগ মেহেরপুরের সহযোগীতায় বেসরকারি সংস্থা (এজিও) সালোম, চার্চ অব বাংলাদেশ ওই বিলবোর্ড স্থাপন, লিফলেট ও মাস্ক বিতরণ করে। গতকাল সোমবার মুজিবনগরে তিনটি বিলবোর্ড স্থাপন এবং উপজেলার বিভিন্ন গ্রামে ২শ’২০ টি লিফলেট ও ৫শ’ টি মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এজিও ‘সালোম’র জেলা কুষ্ঠ সমন্বয়কারী সন্ধ্যা ম-ল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাঠ কর্মী মার্টিন লাহরী প্রমুখ।