স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির শারীরিক সুস্থতা কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন যুবলীগ নেতা আব্দুল কাদেরের কার্যালয়ে এ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকী, মিরাজুল ইসলাম কাবা, কামরুজ্জামান তালু, নজরুল ইসলাম, সাহাবুদ্দীন রুবেল, নুরুজ্জামান টুটুল, মোস্তাফিজুর রহমান মিন্টু, ঝন্টু, পলাশ। এ সময় উপস্থিত ছিলেন সেলিম, লাল্টু, ফারুক, আসাদুজ্জামান শিমুল, পল্টু, লালা, ছালাম, আলামিন, আলো, সামু ও মিশু। আলোচনাসভা পরিচালনা করেন সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান কবীর এবং দোয়া মাহফিল পরিচালনা করেন বিএডিসি মসজিদের পেশইমাম মওলানা ইবাদত হোসেন।