চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে এমপি টগর

দর্শনা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর ছুটছেন নির্বাচনি এলাকার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায়। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের সাথে করছেন কুশল বিনিময়, চাচ্ছেন দোয়া ও ভোট। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দিনভর দর্শনা পৌর শহরের বিভিন্ন মহল্লা, দামুড়হুদার কার্পাসডাঙ্গা, জীবননগরের রায়পুর, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতদুহ ইউনিয়নসহ নির্বাচনি এলাকার বেশ কয়েকটি স্থানে নির্বাচনি গণসংযোগকালে এমপি আলী আজগার টগর বলেন-শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী, প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধ পরিকর। এ সরকার স্বাধীনতা পরবর্তী সময়ে যে উন্নয়ন দেশে করেছে তা ইতহাসও বটে। আমরা লুটে-পুটে খেতে নয়, উন্নয়ন ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। দেশের মানুষের আস্থা রয়েছে আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের প্রতি। তাই দেশবাসী বারবার পছন্দের নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে এগিয়ে এসেছে। এবারো তা ব্যত্যয় ঘটবেনা বলেই আমি বিশ্বাস করি। মনে রাখতে হবে, স্বাধীনতা পরবর্তী সময় অবহেলিত চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকার মানুষ যে উন্নয়ন দেখেছে, তারা তা ভুলবেনা। কারণ শান্তিপ্রিয় এ আসনের মানুষ অশান্তি চায়না, তারা চায়না সন্ত্রাস ও অপরাধ। সে জন্য এ আসনের মানুষ আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়েছে এবং এবারো দেবে বলে আমি বিশ্বাস করি। কারণ নৌকা শান্তি, সুখ-সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক। তাই আসুন নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা ধরে রাখি। দর্শনায় গণসংযোগকালে এমপি টগরের সাথে ছিলেন, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহাব উদ্দিন, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, প্যানেল মেয়র বরিউল হক সুমন, রেজাউল হক, কাউন্সিলর সাবির হোসেন মিকা প্রমুখ। জীবননগরের রায়পুর ইউনিয়ন এলাকায় গণসংযোগকালে সাথে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা, ইউপি চেয়ারম্যান তাহাজ্জত মির্জা প্রমুখ। তিতুদহে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আব্দুস শুকুর আলী, মোকাদ্দেস আলী, হায়দার মল্লিক, তসলিমুজ্জামান, অহিদুল ইসলাম, আক্তার হোসেন, আসাদুল হক, আ. গফুর, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মিলন হোসেন, সলেমান মিয়া, আ. আজিজ, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, আবু তালেব, মিজানুর রহমান, সাহেব আলী, কাছেদ আলী, শামসুল ইসলাম, কামাল উদ্দিন, রিপন, রওশনারা বেগম, তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, নজরুল ইসলাম, আব্দুল জলিল, হাসিবুল প্রমুখ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এমপি হাজি আলী আজগার টগর প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর নেতাকর্মীদের সাথে নিয়ে কার্পাসডাঙ্গার বাজারে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেছেন তিনি। এ সময় তিনি সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরে আবারও চুয়াডাঙ্গা-২ আসনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সহিদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, লুৎফর রহমান, শওকত আলী, রেজাউল করিম মিন্টু, সাইদুর রহমান সাইদ, আব্দুস সাত্তার, আশাবুল হক আশা, জামাত আলী, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, মো. সালাউদ্দিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, বিল্লাল মেম্বার, আশাদুল হক, মুকুল হোসেন, মো. কালাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের হিরক, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, অর্থ সম্পাদক শফি উদ্দিন, মেসকাত আলী, শাহিন, সানোয়ার হোসেন মন্টু, আব্দুল কাদের, সালাউদ্দিন, ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম, প্রিন্স সাজ্জাদ, ফরিদুজ্জামান রানা, মাসুদ, আরিফুলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।