সরোজগঞ্জ প্রতিনিধি: আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াই সরোজগঞ্জ হোয়াইট হাউজের উদ্যোগে সংবধর্না প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সরোজগঞ্জ হোয়াইট হাউজের কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক ও হোয়াইট হাউজের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক। উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, শংকরচন্দ্র ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক রানা বিশ^াস, জাকির হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক সবুর বিশ^াস, আরিফুল ইসলাম, মসলেম উদ্দীন, মাসুদ পারভেজ, মারুফ হোসেন, পলাশ আহম্মেদ, শান্তা, হাফিজুর রহমান, লালু, জিল্লুর রহমান, টুটুল, আশরাফুল ইসলাম, ইকরামুল হক, কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক কবির হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।