স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল বুধবার সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা হাতিকাটা গ্রামের আব্দুল বারী চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরের হকপাড়ায় বসবাস করে আসছিলেন। গতকাল বুধবার ভোর ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা বলেছেন কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগেও ভুগছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীসহ পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর নিজ গ্রাম হাতিকাটা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন করা হয়েছে। আব্দুল বারী মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে তন্ময় ও তামিমসহ বহুগুণাগ্রাহী রেখে গেছেন।