স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে ‘বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে ৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় গঠনতন্ত্র অনুযায়ী জুয়েল রানাকে অব্যাহতি দেয়া হয়েছে’।